বিশ্বে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

ইউরোপে দ্বিতীয় দফা মহামারির শঙ্কা

বিশ্বে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রুপ ধারণ করতে পারে। ফের এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম নিয়মিত ব্রিফিংয়ে বলেন, করোনা মহামারি মোকাবেলায় বিশ্বের বেশির ভাগ দেশই ভুল পথে চলছে। তাই প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের সংখ্যা। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ এবং যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সবচেয়ে জরুরি। এজন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আধানম বলেন, প্রত্যকে দেশের সরকারকেই আরও কঠোর পদক্ষেপ নিতে হবে কড়াকড়ির বিষয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক তেদ্রোস আধানম আরও বলেন, আমরা সবাই আশা করছি একটি কার্যকর ভ্যাকসিনের। কিন্তু এই মূহুর্তে সংক্রমণ রোধ এবং জীবন রক্ষার জন্য যেসব পদ্ধতি গুলো রয়েছে তার ওপর বেশি মনোযোগ দেয়া প্রয়োজন। এজন্য প্রতিটি সরকার, নেতা এবং ব্যক্তিকে উদ্যোগি হতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply