‘ডিজিটাল মাধ্যমে পশু কেনা উৎসাহিত করা হলেও স্বাস্থ্যবিধি মেনে হাট বসবে’

|

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম -ফাইল ছবি

ঈদুল আযহা উপলক্ষে এবার রাজধানীতে ডিজিটাল মাধ্যমে পশু কেনা উৎসাহিত করা হলেও স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তবে, আগের চেয়ে এবার পশুর হাটের সংখ্যা কম হবে।

সোমাবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি জানান ভিড় এড়াতে ডিজিটাল ক্রয়ে গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি বলেন, একসাথে অনেক মানুষ যেন ভিড় না করে সেজন্য ছোট ছোট হাট করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজধানীতে হাট বসবে না এমন কোন নির্দেশনা দেয়া হয়নি। যেসব এলাকায় করোনা আক্রান্ত বেশি সেখানে হাট না বসানোর পরামর্শ দেন তিনি। তবে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply