আয়োজকদের ধারণা ভুল প্রমাণ, ছয় লাখ মানুষের ‘প্রতিবাদী ভোট’

|

হংকংয়ে চীনের চাপিয়ে দেয়া নিরাপত্তা আইনের বিরুদ্ধে প্রতীকী নির্বাচনে অংশ নিয়েছে দেশটির ছয় লাখেরও বেশি মানুষ। রবিবার অনুষ্ঠিত হওয়া এই প্রাথমিক নির্বাচনে ‘প্রতিবাদী ভোট’ দিয়েছে দেশটির লাখো মানুষ।

অথচ আয়োজকদের ধারণা ছিলো সর্বোচ্চ পৌনে দুই লাখ ভোটারের উপস্থিতি হবে এই নির্বাচনে। আয়োজকদের ধারণা ভুল প্রমাণ করে দুই দিনব্যাপী এই প্রাথমিক নির্বাচনে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিয়েছেন ৫ লাখ ৯২ হাজার মানুষ। আর ২৫০টি কেন্দ্রে সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন ২১ হাজার মানুষ।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে দেশটির আইন পরিষদ নির্বাচন। সেখানে নিজেদের শক্তিশালী প্রার্থী নিশ্চিত করতে এই ভোটের আয়োজন করেছে গণতন্ত্রপন্হীরা। এর আগে এ মাসের শুরুতে নতুন হংকং নিরাপত্তা আইন পাস হয়েছে চীনের পার্লামেন্টে। আর এই নিয়ে বিক্ষোভে উত্তাল দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply