প্রথমবার মাস্ক পড়ে জনসম্মুখে ট্রাম্প

|

প্রথমবারের জন্য জনসম্মুখে মাস্ক পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিলিটারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হাসপাতালের করিডোরে ট্রাম্পের মুখে দেখা যায় একটি কালো মাস্ক। এর আগে তিনি বলেছিলেন, তিনি মাস্ক পড়বেন না। মাস্ক পড়ার জন্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ব্যাঙ্গও করেছিলেন।

শনিবার ট্রাম্প বলেন, আমি বরাবরই মাস্কের বিরুদ্ধে, কিন্তু আমার মতে, সেটার জন্য একটা নির্দিষ্ট সময় এবং জায়গা রয়েছে। আমি মনে করি, যখন আপনি হাসপাতালে থাকবেন, বিশেষ করে এরকম নির্দিষ্ট অংশে, যখন আপনার অনেক সৈনিক এবং মানুষজনের সঙ্গে কথা বলতে হবে, যাদের কেউ কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন, তখন মাস্ক পড়া খুব ভালো একটা ব্যাপার।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ লুইজিয়ানা রাজ্যে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply