শুভ জন্মদিন পাবলো নেরুদা

|

চিলিয়ান কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদার আজ জন্মদিন। ১৯০৪ সালের এই দিনে চিলির পাররাল শহরে জন্মগ্রহণ করেন। তার আসল নাম নেফ্তালি রিকার্দো রেইয়েস বাসোআলতো। কৈশোরেই তিনি পাবলো নেরুদা ছদ্মনামটি গ্রহণ করেন।

পাবলো নেরুদা শিক্ষাজীবনে আয়ত্ত করেন গ্রিক, লাতিন ও ফরাসি ভাষা; জড়িত হন ছাত্ররাজনীতির সঙ্গে। প্রকাশ করেন একাধিক সাহিত্য সাময়িকী।

পড়াশোনা করেছেন সান্তিয়াগোর চিলি বিশ্ববিদ্যালয়ে। মাত্র ১৯ বছর বয়সে বের করেন প্রথম গ্রন্থ ‘বুক অব টয়লাইট’। বইটি তাকে অনেক খ্যাতি এনে দেয়। এর পরের বছরই তার দ্বিতীয় গ্রন্থ ‘টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড অ্যা ডেসপারেট সং’ প্রকাশ পায়। এই বইটিও অনেক পাঠকপ্রিয়তা পায়।

চিলের বাণিজ্য-দূত হিসেবে ভারতসহ বিশ্বের বহু দেশে কাজ করেছেন। ১৯৪৫ সালে চিলির ব্যবস্থাপক সভার সদস্য হন। কমিউনিস্ট পার্টির সমর্থনে চিলির রাষ্ট্রপতি পদে প্রার্থী হন ১৯৭০-এ; পরে প্রতিদ্বন্দ্বী সালবাদোর আয়েন্দের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেন।

১৯৭১ সালে লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার।

কলম্বিয়ান ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নেরুদাকে “বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি” বলে বর্ণনা করেন।

১৯৭৩-এর ২৩ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply