মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্তা নারীর সাহায্যে হাত বাড়ালেন চা দোকানী দম্পতি

|

করোনার সময় মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্তা নারীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়েছেন মাদারীপুরের শিবচরের এক চা দোকানী। তার বাড়িতেই সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। নবজাতকের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তাকে দত্তক নিতে চান দরিদ্র খালেক- রীনা দম্পতি।

গেল কয়েক মাস নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন সন্তান জন্ম দেয়া এই নারী। মানসিক ভারসাম্যহীন হওয়ায় বলতে পারছেন না সন্তানের পিতৃপরিচয়। কোথাও যখন ঠাই হচ্ছিল না, তখন মানবিকতার অনন্য নজির দেখিয়েছেন শিবচরের মাদবরচরের চা দোকানী খালেক ব্যাপারি ও তার স্ত্রী রীনা। সন্তানসম্ভবা দেখে নিজের বাড়িতে নিয়ে যান। করোনার কারণে আশপাশের কেউ এগিয়ে না এলেও রীনা করেন ধাত্রীর কাজ। এরইমধ্যে একজন চিকিৎসকও ডেকে আনেন খালেক। জন্ম নেয় ফুটফুটে এক শিশু।

মা ও সন্তান সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত নিজেদের কাছেই রাখতে চান খালেক-রিনা দম্পতি। দত্তক নিতে চান শিশুটিকেও।

এদিকে, সব ধরণের সহায়তা দিয়ে মানসিক ভারসাম্যহীন নারী ও তার সন্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply