বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহার করতে ট্রাম্পের পদক্ষেপ

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করেন তিনি। এর একদিন আগে জাতিসংঘকে ডব্লিউএইচএ থেকে নাম প্রত্যাহারের বিষয়ে চিঠি দেন ট্রাম্প।

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সংস্কারে ব্যর্থ হওয়ায় সংস্থাটি ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করছেন ডেমোক্র্যাট রাজনীতিকরা। দাবি, ট্রাম্পের এমন পদক্ষেপ একা ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। নির্বাচিত হলে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

সংস্থাটির ওপর চীনের প্রভাবের অভিযোগে মে মাসের শেষের দিকেই সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি জানান ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply