সদরঘাটে লঞ্চ ডুবির প্রতিবেদনে মন্ত্রণালয়ের ২০ দফা সুপারিশ

|

সদরঘাটে লঞ্চ ডুবির প্রতিবেদনে মন্ত্রণালয়ের ২০ দফা সুপারিশ

সদরঘাটে মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। তাতে সদরঘাট টার্মিনালের আশেপাশে খেয়াঘাট না রাখাসহ ২০ দফা সুপারিশ করা হয়েছে। নৌ আইনে শাস্তির মেয়াদ ও জরিমানার পরিমাণ যুযোপযোগী করে আইন সংশোধনের উদ্যোগ নিতে বলা হয় । কিন্তু দায়িদের বিষয়ে কিছুই প্রকাশ করা হয়নি।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সুপারিশের বিস্তারিত তুলে ধরেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ এতে বলা হয় সদরঘাটের ভাটিতে ৭/৮ কিলোমিটার ও উজানে ৩/৪ কিলোমিটার বার্দি উঠিয়ে দিতে হবে।

এ অংশে পল্টুন ছাড়া নৌযান নোঙ্গর করা যাবে না। পর্যায়ক্রমে সেখান থেকে শিপইয়ার্ড ও ডকইয়ার্ড উঠিয়ে দিতে হবে। যান ঘাট ছাড়ার পূর্বে ভয়েজ ডিক্লেরেশন দিতে হবে। এছাড়া সদরঘাটে পল্টুনের সংখ্যা বৃদ্ধি, ফিটনেসবিহীন লঞ্চ বন্ধ, নৌযানের গতি নির্ধারণ করে কন্ট্রোল টাওয়ার স্থাপন করার সুপারিশ করা হয় প্রতিবেদনে।

নৌ দুর্ঘটনা গবেষণার বিষয়ে একটি গবেষণা প্রতিষ্ঠিন প্রতিষ্ঠা করা যেতে পারেও বলেও তদন্ত কমিটির সুপারিশে বলা হয়। কয়েকদিন আগে লঞ্চ দুর্ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply