এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

|

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় মারা গেছেন এই খ্যাতিমান শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এন্ড্রু কিশোরের অস্ট্রেলিয়া প্রবাসী দুই সন্তান দেশে ফেরার পরই চিরনিদ্রায় শায়িত করা হবে এই কিংবদন্তি শিল্পীকে। সোমবার রাতেই তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে নেয়া হয়েছে।

এন্ড্রু কিশোরের মেয়ে সঙ্গা (২৬) ও ছেলে সপ্তক (২৪) অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। সঙ্গার পড়াশোনা প্রায় শেষের দিকে। তার স্ত্রী লিপিকা এন্ড্রু একজন চিকিৎসক। তিনি রাজশাহীতেই বসবাস করেন।

এন্ড্রু কিশোরের পরিবার গণমাধ্যমকে জানিয়েছেন, দুই সন্তান অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে ১৫ জুলাই শেষকৃত্য হবে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের। কিছুক্ষণ আগে তা নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ততক্ষণ পর্যন্ত মরদেহ হিমঘরেই থাকবে। শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের পাশেই তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply