করোনার উপসর্গ নিয়ে উপজেলা চেয়ারম্যানসহ দুইজনের মৃত্যু

|

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁর মান্দা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরদার জসিম উদ্দীনসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার শরীরে জ্বর থাকায় ৭০ বছর বয়সী সরদার জসিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকাল সাড়ে আটটায় মৃত্যুবরণ করেন তিনি।সরদার জসিম মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে করোনা উপসর্গ নিয়ে নগরীর ভাটাপাড়া এলাকার ৬৫ বছর বয়সী আব্দুল মতিনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় জ্বর ও বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান। দুজনেরই করোনার নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশন মরদেহ দাফনের ব্যবস্থা করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply