জাপানে ভয়াবহ বন্যায় নিহত ৩৪

|

জাপানে ভয়াবহ বন্যায় নিহত ৩৪

জাপানে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। এখনও নিখোঁজ আরও প্রায় ১৪ জন। যারমধ্যে বন্যা কবলিত একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ জাপানের কুমামোটা ও কাগোশিমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় কুমা নদীতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে প্রচন্ড স্রোতে ভেসে গেছে একটি সেতু। তলিয়ে গেছে বেশকিছু বাড়ি ও গাড়ি। সৃষ্ঠ ভূমিধ্বসে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

এদিকে বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় উদ্ধার কাজে দেশটির সেনাবাহিনী, কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের ৪০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply