বাসায় বানাতেন মদ আর ছাদে করতেন গাঁজার চাষ, অতপর…

|

আটক ফ্রান্সিস গোমেজ

বাসায় ভেতরে তৈরি করতেন দেশি মদ আর ওই বাসারই ছাদে করতেন গাঁজার চাষ। সাভারের ফ্রান্সিস গোমেজের ব্যবসা এমনই চলে আসছে কয়েকবছর ধরে। তবে অবশেষে ধরা পড়লেন র‍্যাবের হাতে।

সাভারে এক অভিযানে ১০০০ লিটার দেশি মদ ও ছাদবাগানে লাগানো ৫টি গাঁজার গাছসহ ওই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, সাভার মডেল থানাধীন রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে মাদক কারবারী ফ্রান্সিস গোমেজ (৬০)। এসময় বসত বাড়ি থেকে মদ তৈরির সরঞ্জামসহ ১০০০ লিটার দেশিয় মদ ও ছাদ বাগান হতে ৫টি গাঁজার তাজা গাছ জব্দ ও আসামিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি ফ্রান্সিস গোমেজ দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। দীর্ঘদিন থেকে তার বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলকোঠায় বাংলা মদ তৈরি করে আসছিলো সে। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও আশপাশ এলাকায় বিক্রয় করতো সে।

এছাড়া একইদিনে রাজধানীর দারুস সালাম থানায় র‍্যাবের আরেক অভিযানে ১৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে আরও ৩ জন। তারা হলো- কক্সবাজারের আব্দুল বাসেদ (২৪), চট্টগ্রামের কুতুবুল আলম ও খুলনার ববি (২০)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply