লাদাখে সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে ভারত

|

চীন-ভারত সীমান্তরেখায় যুদ্ধাবস্থা। সেনা, ট্যাংক ও সশস্ত্র যান বৃদ্ধি করছে দু’পক্ষই। সেই ধারাবাহিকতায় লাদাখে সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে ভারত। সেইসাথে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সংখ্যাও বাড়ানো হয়েছে। সীমান্তরেখায় চীনের সেনা সমাবেশের পর দিল্লির এ পাল্টা পদক্ষেপ।

সবশেষ ভারতের উত্তর প্রদেশ থেকে এক ডিভিশন সেনা মোতায়েন হয়েছে লাদাখে। পৌঁছানোর অপেক্ষায় গোলন্দাজ বাহিনী। একইসাথে পূর্বাঞ্চলীয় সীমান্তে ছোটখাটো মহাড়াও দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে দাবি ভারতীয় বিমান বাহিনীর।

যুদ্ধবিমান সুখই সু-থার্টি এমকেআই, মিগ টোয়েন্টি নাইন আর অ্যাপাচির মতো আক্রমণাত্মক হেলিকপ্টার নিয়ে পূর্বাঞ্চলীয় সীমান্তে নজরদারি চালাচ্ছে ভারতীয় যুদ্ধবিমান।

এরমধ্যে, সীমান্ত এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝটিকা সফর দিচ্ছে কঠিন বার্তা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান দিচ্ছে সেনা সদস্যরা।

দুপক্ষই পাল্টাপাল্টি শক্তি বৃদ্ধি করাই সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। যদিও যুদ্ধ এড়াতে আলোচনার কথাও বলে যাচ্ছে চীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply