জাহাজ বিধ্বংসী তুরস্কের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ‘আটমাকা’র পরীক্ষা (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ‘আটমাকা’র সফল পরীক্ষা চালিয়েছে আঙ্কারা। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ২২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

শনিবার জাহাজ বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্রের একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে ইয়েনি শাফাক। ১ জুলাই এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল দেমির টুইটে ভিডিওটি প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, এটি ২২০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আটমাকা ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে তুর্কি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রকেটসান। আটমাকা দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এটি যে কোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য।

ভিডওটি দেখতে ক্লিক করুনhttps://www.youtube.com/watch?time_continue=15&v=7HWUYvM2mNQ&feature=emb_title

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply