মাস্ক পরার ওপর ভেটো দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

|

ছবি- ইন্টারনেট

ব্রাজিলে জনসম্মুখে মাস্ক পরার বাধ্যতামূলক বিধিমালার ওপর ভেটো দিলেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মতামত জানান।

বলসোনারো বলেন, দোকান-গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক মাস্ক পরার প্রয়োজন নেই। তবে জনবহুল এলাকায় মানুষ মাস্ক পরতে পারেন। তবে তাতেও নেই কোন বাধ্যবাধকতা।

প্রেসিডেন্ট উপহাস করে বলেন, কড়াকড়ির একপর্যায়ে দেখা যাবে বাড়িতে মাস্ক না পরার জন্যও জরিমানা গুণতে হবে। এদিকে দেশটিতে পৌনে ১৬ লাখ করোনা শনাক্তের মধ্যেই আজ থেকে খুলেছে সব পানশালা ও রেস্তোরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply