সাংবাদিক খাশোগি হত্যায় তুরস্কে ২০ সৌদি কর্মকর্তার বিচার শুরু

|

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সাজাপ্রাপ্ত ২০ সৌদি কর্মকর্তার বিচার শুরু করলো তুরস্ক। তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শুক্রবার ইস্তাম্বুল আদালতে শুরু হয় এ প্রক্রিয়া।

অভিযোগপত্রে বলা হয়, সৌদি আরবের সাবেক গোয়েন্দা উপ-প্রধান আহমেদ আল আসিরি হত্যা পরিকল্পনা করেন এবং ঘাতক দলকে দায়িত্ব দেন। সাবেক রয়্যাল কোর্ট ও মিডিয়া অ্যাডভাইজার সৌদ আল-কাহতানির বিরুদ্ধে আনা হয় হত্যা অভিযান পরিচালনা ও নির্দেশ দেয়ার। অভিযুক্ত বাকিরা অভিযানে অংশ নেন।

২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যা করা হয় সৌদি সরকারের কট্টর সমালোচক জামাল খাশোগিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply