খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম অব্যাহত

|

করোনা পরিস্থিতিতে পাহাড়ে সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। এর ধারাবাহিকতায় সকালে খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার দুল্যাতলী, রাঙ্গাপানি ও মগাইছড়িতে অসহায় কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন গুইমারা রিজিয়নের সদস্যরা।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার উদ্যোগে এ সহায়তা দেয়া হয়। এ সময় করোনা মোকাবেলায় সবাইকে সরকারের স্বাস্থ্য সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহাবান জানানো হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে লক্ষ্মীছড়ি সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply