করোনা উপসর্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হকের মৃত্যু

|

করোনা উপসর্গ ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০ টার দিকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গ থাকায় গত মঙ্গলবার এম এ হককে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে নেওয়া হয়।

করোনার শনাক্তকরণ পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়। এখনও পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

এম এ হক সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

সবশেষ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পান তিনি। বিএনপির সমর্থনে দুইবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply