ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে সৌদির আহবান

|

জাতিসংঘে নিযুক্ত সৌদির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মৌয়ালিমি।

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মৌয়ালিমি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে নিরাপত্তা পরিষদকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে আহবান জানিয়েছেন। খবর আরব নিউজের।

খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ অক্টোবরে শেষ হতে যাচ্ছে। যা ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাস্তবায়নের বিষয়ে সহায়তা করেছিল।

আবদুল্লাহ আল-মৌয়ালিমি বলেন, সতর্কতার জন্য তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো সঠিক। ইরানের কার্যকলাপের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নূন্যতম প্রতিক্রিয়া প্রত্যাশা করতে পারি।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ের পর সৌদির প্রতিনিধির এমন মন্তব্য এলো। গত বছর সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলা ইরানি জড়িত বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করায় সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসকে স্বাগত জানিয়েছেন সৌদি প্রতিনিধি।

প্রতিবেদনটি গত মাসে প্রকাশ করা হয়, এতে প্রথমবারের মতো প্রকাশ্যে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে গুতেরেস মন্তব্য করেন।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply