স্থায়ী নিয়োগ পেতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

|

রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে স্থায়ী নিয়োগ চেয়ে আবেদন জানিয়েছেন স্বেচ্ছা শ্রমের মাধ্যমে স্যাম্পল কালেকশন ও পরীক্ষার কাজে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্টরা।

সকালে এ দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন তারা। আন্দোলনকারীরা নিয়োগের দাবি করে বলেন, যখন সকল স্তরের সেবাদানকারীরা সেবা দানে অনীহা প্রকাশ করছিল তখন জীনবেন ঝুঁকি নিয়ে করোনা রোগীদের স্যাম্পল কালেকশন ও পরীক্ষার কাজে সরকারকে সহযোগীতা করেছে। এরমধ্যে ১৪৫ জন নিয়োগ দেয়া হলেও সেচ্ছাসেবকরা নিয়োগ থেকে বঞ্চিত হন। অথচ তারা একই সাথে একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply