করোনা: সপ্তাহে একদিন সবাইকে লেবু-আনারস খাওয়াবে ত্রিপুরা সরকার

|

করোনা থেকে বাঁচতে নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিনব সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। পুরো জুলাই মাসে সপ্তাহে একদিন সবাইকে বিনামূল্যে লেবু ও আনারস খাওয়ানো হবে। খবর হিন্দুস্তান টাইমস।

রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, সপ্তাহে একদিন মানুষকে বিনামূল্যে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ও আনারস খাওয়ানো হবে। এই কর্মসূচি বাস্তবায়ন করবে নগরোন্নয়ান ও গ্রামোন্নয়ন দফতর। এই প্রকল্পে সরকারের খরচ হবে ১ কোটি টাকা। সরকারি এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘প্রোগ্রাম ফর বুস্টিং পাবলিক ইমিউনিটি ইন দ্য আরবান এরিয়াজ ইন কোভিড ১৯’।

শিক্ষামন্ত্রী এই প্রকল্প সম্পর্কে জানান, লেবু, আনারস খাওয়ার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, তেমনই কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাবেন। এজন্য প্রতি সপ্তাহে আনুমানিক ৩ লক্ষ আনারস ও ৬ লক্ষ লেবু কৃষকদের কাছ থেকে কেনা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply