কক্সবাজারে লকডাউন নিয়ে ধুম্রজাল

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে লকডাউন নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। গত ৬ জুন থেকে কক্সবাজার পৌরসভায় জেলা প্রশাসন রেডজোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে।

তবে ২১ জুন লকডাউন আরও ১০ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত বর্ধিত করে। পরবর্তীতে গত ২৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় কক্সবাজারসসহ ৪ জেলায় ১১ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিকে ৩০ জুন জেলা প্রশাসনের লকডাউনের মেয়াদ শেষ হলে ১লা জুলাই থেকে লকডাউন উঠে যাচ্ছে বলে প্রচার হতে থাকে।

এ অবস্থায় আজ কক্সবাজার শহরে যান চলাচল বেড়ে যায়। ওষুধ ও খাদ্যপণ্যের দোকান ছাড়াও মোবাইল দোকানসহ অন্যান্য বেশ কিছু দোকানপাট ও শপিংমল খোলা হয়েছে। তাছাড়া লকডাউন কার্যকরে সড়কে এতদিন দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের দেখা যায়নি।

তবে জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, আমরা লকডাউন প্রত্যাহারের কোন ঘোষণা দেইনি। সেইসাথে সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান লকডাউন বহাল রয়েছে বলেও নিশ্চিত করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply