নিজেদের তৈরি প্রসেসরেই ম্যাক আনবে অ্যাপল

|

এবার ম্যাক ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটারে নিজস্ব প্রসেসর ব্যবহার করবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এ জন্য ইন্টেল প্রসেসরের পরিবর্তে অ্যাপলের এআরএম ভিত্তিক সিলিকন চিপ ব্যবহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডাব্লুডাব্লুডিসি) অনলাইন ইভেন্টে অ্যাপল নতুন আইওএস অপারেটিং সিস্টেম ১৪, আইপ্যাড ওএস, ওয়াচ ওএস-এর নতুন সংস্করণসহ বিভিন্ন ফিচার এবং আপডেটগুলো সম্পর্কে জানান দেয়।

তাদের তৈরি প্রসেসর জিপিইউয়ের সর্বোচ্চ পারফর্মেন্স, দ্রুত গতির ইউজার এক্সপেরিয়েন্স এবং ব্যাটারির শক্তিও কম খরচ হবে। এছাড়া হাই কোয়ালিটির অ্যাপ ও ভিডিও গেমস তৈরিতে খুবই স্মুথলি রান করবে ম্যাক।

এ দিকে, আইওএস ১৪ আপডেটে যে নতুন ফিচার, উইজেট, হোম স্ক্রিনে যেসব পরিবর্তন এসেছে তার সবগুলোই ম্যাকওএসে আরও বিশাল আকারে পাওয়া যাবে বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply