কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

|

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে নতুন নতুন বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি উঠায় উঁচু বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছেন বানভাসিরা। এমনিতে করোনায় দীর্ঘদিন কাজহীন জেলার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এর সাথে আবার এখন আগাম বন্যা, সবমিলিয়ে দিশেহারা বানভাসিরা। শুকনা খাবার, বিশুদ্ধ পানিসহ গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।

সরকারি হিসেব অনুযায়ী, বন্যায় জেলার ৫৫টি ইউনিয়নের ৩৫৭টি গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার ৬০০ পরিবারের ৬৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদী ভাঙ্গনে একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি হারিয়েছে ৫০০ পরিবার। এছাড়া ক্ষতি হয়েছে প্রায় ৩০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ ৩৭ কিলোমিটার কাঁচা রাস্তা। এছাড়াও কৃষিতে পাট, আউশ ধান, আমন বীজতলা, তিল এবং সবজিসহ ক্ষতিগ্রস্থ হয়েছে ৫ হাজার ৬৫৩ হেক্টর ফসলী জমি।

অপরদিকে মৎস্য বিভাগ আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ না জানালেও ইতিমধ্যে শতাধিক পুকুর প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষিরা। বন্যাক্রান্তদের জন্য ৩০২ মেট্রিক টন চাল ও ৩৬ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply