ম্যারাডোনার কোচের করোনার খবর; দু’দিন পর জানা গেলো তিনি ‘নেগেটিভ’

|

আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস বিলার্দো (বায়ে), ম্যারাডোনা (ডানে)

আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপ এনে দিয়েছিলেন কোচ কার্লোস বিলার্দো। কিন্তু তাকে নিয়ে গত দু’দিন ধরেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সবাই। কারণ কার্লোসের করোনা সংক্রমিত হওয়ার খবর এসেছিল গত পরশু। তবে সে খবর ভুল বলে জানিয়েছেন তার ভাই হোর্হে বিলার্দো।

হোর্হের টুইটার পোস্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ২০১৮ সাল থেকে বুয়েন্স এইরেসের এক নার্সিং হোমে বসবাস করছেন কার্লোস বিলার্দো। সেখানে আরও ১০ জন বাসিন্দার করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। ২০১৯ সালে হাকিম-অ্যাডামস সিন্ড্রোমে নিবিড় পরিচর্যায়ও নিতে হয়েছিল তাঁকে। এর মাঝেই তাঁর করোনা আক্রান্তের খবর এল।

হোর্হে তার টুইটার পোস্টে লেখেন, ‘আমার ভাইয়ের কিছু হয়নি। বিখ্যাত সেই ল্যাব ভুল করেছে। এটা তাদের (নার্সিং হোম) শেষ করে দেওয়ার চেষ্টা ছিল। কিন্তু প্রায় নিশ্চিত সে ওখানেই ফিরবে।’

তবে বিলার্দোর বর্তমানে কী অবস্থা তা নিয়ে এখনো কিছু জানায়নি ইনস্টিটিউট অব ডায়াগনোসিস। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply