বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

|

বিশ্বে ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

গেলো দু’দিনের তুলনায় ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে করোনাভাইরাসে মৃত্যু আর নতুনভাবে রোগী শনাক্তের সংখ্যা।

একদিনে বিশ্বে ছোঁয়াচে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৫৪ জন। নতুনভাবে এক লাখ ৬৩ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

এদিকে ২৮৩ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়ালো এক লাখ ২৮ হাজার। অবশ্য নতুনভাবে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার মতো কয়েকটি রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। এতে কিছুটা শঙ্কিত স্থানীয় প্রশাসন। লকডাউন শিথিল হলেও ফের কড়াকড়ি আরোপ করছে বিভিন্ন ক্ষেত্রে।

রোববার সর্বোচ্চ ৬ শতাধিক মৃত্যু দেখলো মেক্সিকো। ব্রাজিলেও ৫৫৫ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৫৮ হাজার ছুঁইছুঁই।

এছাড়া একদিনের হিসাবে দেড় শতাধিক মৃত্যু দেখলো অন্যান্য লাতিন দেশগুলোও। অবশ্য ইউরোপের দেশগুলোয় অনেকটাই নিয়ন্ত্রণে নভেল করোনাভাইরাস। বিশ্লেষকদের শঙ্কা- দ্বিতীয় দফায় হতে পারে মহামারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply