মাশরাফীকে নিয়ে ফের গুজব, পরিষ্কার করলেন নিজেই

|

মাশরাফী বিন মোর্ত্তজা। সাম্প্রতিক ছবি।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মাশরাফী বিন মোর্ত্তজার কোভিড-১৯ নেগেটিভ হওয়ার খবর। কিন্তু এটা মোটেই সত্য নয় বলে এক ফেসবুক স্ট্যাটাসে গুঞ্জনটি দূর করেছেন মাশরাফী নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানোর ইচ্ছে আছে।’

মাশরাফী আরও লেখেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাবো।’

গত ২০ জুন বাংলাদেশের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বাসায় সেলফ আইসোলেশনে আছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply