মিয়ানমারের রাখাইনে আবারও পালাচ্ছে হাজারও মানুষ

|

ফাইল ছবি

মিয়ানমারের রাখাইনে আবারও সেনা অভিযানের শঙ্কায় ভিটেমাটি ছেড়ে পালাতে শুরু করেছে হাজারও মানুষ। ডজনখানেক গ্রাম-প্রধানকে সাবধান করে স্থানীয় এক প্রশাসক চিঠি দেয়ার পর শুরু হয় এ অস্থিরতা। এক আইনপ্রণেতা আর মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে, রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার গ্রাম খালি করার নির্দেশ বিষয়ক একটি চিঠি পান গ্রাম-প্রধানরা। রাথেডং জেলা প্রশাসকের স্বাক্ষর সম্বলিত চিঠিটিতে, আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বলা হয়। এজন্য আপাতত সরে যেতে বলা হয় গ্রামবাসীদের। চিঠির সত্যতা নিশ্চিত করেছে রয়টার্স।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মিন থান জানান, ডজনখানেক নয়, কয়েকটি গ্রামে এক সপ্তাহ চলবে এ অভিযান। এসময় গ্রামে থেকে যাওয়া বাসিন্দাদের আরাকান আর্মির সদস্য বলেই ধরে নেবে সেনারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply