করোনার ওষুধ নিয়ে বিভ্রান্ত করার অভিযোগ, রামদেবের বিরুদ্ধে মামলা

|

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ‘করোনিল’ নামে ওষুধ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমন অভিযোগে বাবা রামদেব, আচার্য বালকৃষ্ণ-সহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজস্থানের জয়পুরে। খবর আনন্দবাজার।

শুক্রবার জয়পুরের জ্যোতিনগর থানায় ওই ৫ জনের বিরুদ্ধে প্রতারণা (৪২০ ধারা) সহ বেশ কয়েকটি ধারা এই মামলা করা হয়।

মামলায় বলা হয়েছে, বাবা রামদেবসহ মোট ৫ জন করোনিল নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।

গত ২৩ জুন রামদেব করোনার ওষুধ ‘করোনিল’ আনার পর থেকেই নানা বিতর্কের সামনে আসে। তাদের দাবি, ‘করোনিল’-এর প্রয়োগে কোভিড আক্রান্তরা সেরে উঠছেন।

এদিকে দু’দিন আগে এই একই অভিযোগ তুলে বিহারের এক আদালতে রামদেব এবং বালকৃষ্ণের বিরুদ্ধে মামলা দায়ের হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply