কিট সংকট, ফেনীতে করোনার নমুনা সংগ্রহ বন্ধ

|

ফেনীতে করোনা উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। ভাইরাস ট্রান্সপোর্ট মিডিয়া (ভিটিএম) কিট না থাকায় গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে রোগীদের থেকে নমুনা নিতে পারছে না স্বাস্থ্যবিভাগ। এতে রোগীরা পড়েছে ভোগান্তিতে আর সাধারণ মানুষ রয়েছে আতঙ্কে।

বৃহস্পতিবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে জাহাঙ্গীর আলম আসে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে। কিট সংকটের কথা জানিয়ে তাকে ফিরিয়ে দেয় কর্তব্যরত ডাক্তার। এর আগেরদিন আসলেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। জ্বর সর্দি কাশির রোগে ভোগার কারণে এখন তিনি কর্মস্থলে ফিরতে পারছে না।

কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জুলফিকার হাসান বলেন, কিট সংকট রয়েছে। তবে যাদের শতভাগ নিশ্চিত তাকে বিশেষ ব্যবস্থায় করে থাকি। এদিকে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নমুনা সংগ্রহ একদমই বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply