‘করোনা সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোন রাজনীতি করছে না’

|

'করোনা সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোন রাজনীতি করছে না'

করোনা সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোন রাজনীতি করছে না। সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। সরকারের নাকি পিঠ দেয়ালে ঠেকে গেছে! মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে।

কাদের আরও বলেন, সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোন রাজনীতি নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন অনেক দূরে।

মন্ত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, কিছু হাসপাতাল ও ক্লিনিক সাধারণ রোগীদেরও বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে। অনেক সময় করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসাও দিচ্ছে না। পাশাপাশি কিছু হাসপাতালে রোগী ভর্তি না করতে নানান ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। এ মূহুর্তে এটি মোটেও সমীচীন নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply