করোনার ওষুধ আবিষ্কারের দাবি ভারতের ধর্মগুরু রামদেবের

|

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও এখনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। তবে ভারতের ধর্মগুরু বাবা রামদেবের দাবি, তার প্রতিষ্ঠান পতঞ্জলী থেকে উদ্ভাবন করা হয়েছে দুটি ওষুধ। এই ওষুধ ৭ দিনের মধ্যে একজন কোভিড-১৯ আক্রান্ত রোগীকে প্রতিকার দিতে পারে। তার ওষুধ দুটির নাম হলো ‘করোনিল’ এবং ‘স্বসারি’। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

প্রতিবেদনে রামদেব দাবি করেন, এই ওষুধে ৭ দিনের মধ্যে একজন রোগী সুস্থ হয়ে ওঠেন। তারা রোগীদের ওপর পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ করেছেন। তাতে শতভাগ সফলতা পেয়েছেন।

তবে এমন চিকিৎসার বিষয়ে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে, কিছু পশ্চিমা ওষুধ এবং প্রচলিত অথবা ঘরে তৈরি পথ্য কিছুটা স্বস্তি দিতে পারে। করোনা মহামারি প্রতিরোধে এসব জিনিসের কার্যকারিতার স্বপক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply