করোনামুক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব

|

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন। আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দ্বিতীয়বার পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১০ই জুন থেকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন।

মোঃ আলী নূর গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এ বিভাগে যোগদানের পূর্বে তিনি মহাপরিচালক, সিপিটিইউ হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন। মারা গেছেন মোট এক হাজার ৫০২ জন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply