ভারতে একদিনে ১৩ হাজার শনাক্ত, সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র

|

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। সোমবার দেশটিতে প্রাণ গেছে ৩১২ জনের। এ নিয়ে মোট প্রাণহানি ১৪ হাজার ছাড়ালো। এদিন নতুন করে আক্রান্ত হয়েছে সাড়ে ১৩ হাজার মানুষ।

এখন পর্যন্ত ৬৯ লাখেরও বেশি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে প্রায় সাড়ে চার লাখ মানুষের। আর সংক্রমণের দিক থেকে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের। এরপরই আছে দিল্লী ও তামিলনাড়ু। রাজ্য দু’টিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি। তবে মৃত্যুর হিসেবে দিল্লীর পরই গুজরাটের অবস্থান।

ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ্য হয়েছেন আড়াই লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply