রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াই হাথুরুর শ্রীলঙ্কার

|

বাঁচা-মরার লড়াইয়ে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচে জিতলে, দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত হবে জিম্বাবুইয়ানদের। আর টানা ২ হারে অনেকটা ব্যাকফুটে থাকা হাথুরুসিংহে শিষ্যদের টুর্নামেন্টে ম্যাচে জয়ের বিকল্প নেই।

গেলো ৩১ ম্যাচে মাত্র ৪ জয় পেয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডেতে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে নিষ্ঠুর বাস্তবতা দেখেছেন কোচ হাথুরুসিংহে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানে হারের পর, দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লঙ্কানরা রান রেটেও পিছিয়ে আছে অনেক। নুয়ান প্রদিপ-সুরাঙ্গা লাকমলদের পেইস আর আকিলা ধনাঞ্জয়াদের নির্বিষ স্পিন চিন্তায় রেখেছে হাথুরুকে। বাঁচা-মরার লড়াইয়ের আগে অবশ্য বিশ্রামে কাটিয়েছে শ্রীলঙ্কা।

অবশ্য এখনও ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। বলেছেন, সামনের দুটো ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সময়টা পক্ষে না থাকলেও, দলে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। ম্যাচগুলো জিতে ফাইনালে যাবার আশা রাখছি আমরা।

অন্যদিকে, ফাইনাল খেলার স্বপ্নে বিভোর জিম্বাবুয়ে নিবিড় অনুশীলন করেছে কোচ হিথ স্ট্রিকের অধীনে। দলের কাযর্করী ব্যাটসম্যান ক্রেইগ অরভিন বলেছেন, তারা (শ্রীলঙ্কা) অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে। কিন্তু আমরা ১ম ম্যাচে তাদের হারিয়েছি। ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যেই আমরা মাঠে নামবো।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply