অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে ৮ বছরে প্রাণ হারিয়েছে ২৫ হাজার

|

গেলো আট বছরে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ২৫ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন বলে জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগান বলেন, সর্বোচ্চসংখ্যক শরণার্থীর অন্যতম আশ্রয়দাতা দেশ হিসেবে তুরস্ক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোনোদিন বৈষম্য করেনি। উল্টো ইউরোপের ধনী দেশগুলো তাদের ওপর কোটাব্যবস্থা চাপিয়ে দিয়েছে।

তিনি বলেন- যুদ্ধ, সন্ত্রাস, দারিদ্র্য থেকে বাঁচতে প্রতিদিন ভিটেমাটি ছেড়ে ভিনদেশে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশের হাজারও মানুষ। রোববারও ইতালি উপকূলে ৬২ শিশুসহ ২শ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply