মালালাকে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনন্দন

|

ছবি: সংগৃহীত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করায় মালালা ইউসুফজাইকে অভিনন্দন জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই গত ১৯ জুন অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এ খবর টুইটারে দুটি ছবিসহ পোস্ট করেছেন ২২ বছর বয়সী মালালা।

মালালার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। প্রিয়াঙ্কা লিখেছেন– ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর তোমার স্নাতক ডিগ্রি সম্পন্ন সত্যি দারুণ একটি অর্জন। তোমাকে নিয়ে গর্বিত।’

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেয়া মালালা তালেবানদের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply