সরকারের সিদ্ধান্তহীনতায় করোনা নিয়ন্ত্রণের বাইরে: ফখরুল

|

করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই বিষয়টি নিয়ে সরকারের কাছে জাতীয় ঐক্য গঠনের আহবান জানিয়েছিল বিএনপি। কিন্তু সরকার তাতে গুরুত্ব দেয়নি। উল্টো সরকারি দল বিএনপির এই পরামর্শকে ষড়যন্ত্র হিসেবে অবিহিত করেছে।

দুপুরে করোনা আক্রান্তদের জন্য অনলাইনে অ্যাম্বুলেন্স সহায়তা কার্যক্রম উদ্বোধন শেষে এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চীনে করোনা শনাক্তের পর সরকার প্রস্তুতির জন্য তিন মাস সময় পেয়েছে। কিন্তু মহামারি মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। উল্টো হাসপাতাল তৈরি থেকে শুরু করে নমুনা পরীক্ষার ব্যবস্থা এবং লকডাউন নিশ্চিতে সরকার এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। যার কারণে ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে করোনা নিয়ে সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply