‘আইনের শাসনে’ আন্তর্জাতিক পুরস্কার পেল ‘বেলা’

|

আইনি উদ্যোগ ও সচেতনতা তৈরির মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা) সম্মানজনক ট্যাংগ ফাউন্ডেশন পুরস্কার প্রদান করেছে তাইওয়ানভিত্তিক দ্য ট্যাংগ ফাউন্ডেশন। ২০১২ সালে প্রবর্তিত এ পুরস্কার এবারই প্রথম কোন বাংলাদেশি সংগঠন পেল।

‘আইনের শাসন’ ক্যাটাগরিতে বেলা ছাড়াও বিশ্বের আরও দুটি বেসরকারি সংগঠনকে এ পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কার পাওয়া অন্য দু্টি সংগঠন হচ্ছে লেবাননের প্রতিষ্ঠান ‘দি লিগ্যাল এজেন্ডা’ এবং কলম্বিয়ার প্রতিষ্ঠান ‘দি জাস্টিসিয়া’।

গতকাল সোমবার মোট চারটি ক্যাটাগরিতে প্রদত্ত এ পুরস্কাররের মধ্যে ‘আইনের শাসন’ ক্যাটাগরির পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের আগামী ২৫ সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা ও মেডেল ছাড়াও তিনটি সংগঠনের মধ্যে পুরস্কারের আর্থিক মূল্য ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সমানভাবে ভাগ করে দেয়া হবে। এর পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলো গবেষণামূলক কাজ করার জন্য আরও তিন লাখ ৩০ হাজার মার্কিন ডলার অনুদান পাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply