দায়িত্ব অবহেলায় খুলনা সদর থানার ওসি প্রত্যাহার

|

দায়িত্ব অবহেলার অভিযোগে খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবলুকে প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় তাকে প্রত্যাহর করে খুলনা পুলিশের রিজাভ ফোর্সে পাঠানো হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর।

তিনি জানান, সদর থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন নগরীর হরিণটানা থানার ওসি আশরাফ হোসেন।

গত ১৫ জুন নগরীর গল্লামারী এলাকায় রাইসা ক্লিনিকের মালিক ডা. আবদুর রকিব রোগীর স্বজনদের হাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই রাতেই নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম খুলনা সদর থানায় অভিযোগ করতে গেলে ওসি অভিযোগ নিতে গড়িমসি করেন। ওসির এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে ওঠেন চিকিৎসকরা।

গত ১৮ জুন খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডা. রকিব হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও সদর থানার ওসি আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার দাবি জানিয়ে ৭২ ঘণ্টা আলটিমেটাম দেয় বিএমএ। আলটিমেটাম শেষ হওয়ার আগেই তাকে প্রত্যাহার করা হলো।

খুলনা মেট্রেপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply