করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলির পরিবারের ৩ সদস্য

|

ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

এবার করোনাভাইরাসের থাবা পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পরিবারে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, গাঙ্গুলীর পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন – সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর স্ত্রী মম গাঙ্গুলী এবং তার শ্বশুর ও শাশুড়ি। এছাড়া বাড়ির এক গৃহকর্মীর শরীরে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে। গৃহকর্মীসহ চারজনই কলকাতার মমিপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে সৌরভ গাঙ্গুলীর পরিবারের এই চার সদস্যের শরীরে জ্বর-কাশির মতো করোনা উপসর্গ দেখা দেয়। তারা এই শারীরিক অসুস্থতার কথা আমাদের জানালে তাদের করোনা টেস্ট করা হয়। চারজনেরই ফলাফল পজেটিভ এসেছে। তবে স্নেহাশিষ গাঙ্গুলীর পরীক্ষার নেগেটিভ ফল এসেছে। তবুও তাকে বাধ্যতামূলক হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

তবে করোনা আক্রান্তের সময় তারা বেহালায় সৌরভ গাঙ্গুলীর পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply