দুর্ঘটনায় ছেলেকে হারান, বছরের পর বছর রাস্তার গর্ত ঠিক করছেন বাবা

|

২০১৫ সালে রাস্তায় গর্ত থাকার কারণে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারান এক বাবা। তারপর থেকে নিজ উদ্যোগেই ভাঙা রাস্তার গর্ত ঠিক করেন তিনি। যাতে আর কোনো মা-বাবা তাদের সন্তানকে না হারান। গত কয়েক বছর ধরেই তিনি এই কাজটা করে আসছেন। এই মহান মানুষের বসবাস মুম্বাইতে। তার নাম দাদারাও বিলহোরে। গত ১৯ জুন তাকে নিয়ে টুইট করেন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এরপরই আবার আলোচনায় আসেন এই মানুষটি।

জানা যায়, রাস্তায় গর্তের জন্য দাদারাও’র ১৬ বছরের একমাত্র ছেলে দুর্ঘটনায় মারা যায়। তারপর ছেলেকে হারানোর সেই কষ্ট বুকে নিয়ে থেকেই নিজের উদ্যোগে রাস্তায় থাকা গর্ত বুঝিয়ে দেন তিনি। মুম্বাইয়ের রাস্তায় তিনি চেনামুখ। তিনি মুম্বাইয়ের রাস্তার গর্ত বুজিয়ে দেন মনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। সিমেন্ট, বালি, সুড়কি দিয়ে তিনি মুম্বাইয়ের রাস্তার গর্ত বুজিয়ে চলেছেন দিনের পর দিন।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply