পারলো না বার্সেলোনা

|

লা লিগায় সেভিয়ার মাঠে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। একইসাথে পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা কাতালান এই ক্লাবটি। ২০১১ সালের পর লিগে এই প্রথম বার্সেলোনা–সেভিয়া ম্যাচ গোলশূন্য ড্র হলো।

সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে বরাবরের মতই বল পজিশনে আধিপত্য ছিলো বার্সেলোনার। ম্যাচের ৬১ শতাংশ সময়ে বল নিয়ন্ত্রনে ছিলো মেসিদের। কিন্তু তাতেও সেভিয়ার জমাট রক্ষণে ফাটল ধরাতে পারেনি সোয়ারেজ- মেসিরা। গোল পেতে মরিয়া বার্সেলোনা বস সেতিয়েন দ্বিতীয়ার্ধে ব্রাথওয়েটকে বসিয়ে আতোয়ান গ্রীজম্যানকে মাঠে নামালেও সাফল্য আসেনি। গোল শূন্য স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। এই ড্র তে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট টেবিল টপার বার্সার।

তবে এক ম্যাচ কম খেলা রিয়াল পরের ম্যাচে সোসিয়েদাদকে হারাতে পারলে ছুয়ে ফেলবে কাতালান জায়ান্টদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply