যে কারণে ভারত-চীন সীমান্তে গোলাগুলি হয় না

|

১৯৭৫ সালের ২০ অক্টোবর অরুণাচলে চীনা সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে চীনা সেনাবাহিনীর গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দীর্ঘ ৪৫ বছর পর এবার গালওয়ানে প্রথমবারেরর মতো ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হলো।

তবে এবারের সংঘর্ষে কোনো গোলাগুলি বা বিস্ফোরক ব্যবহার হয়নি বলে জানিয়েছে ভারতীয় সূত্রগুলো।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, খাড়া পর্বতের প্রায় ১৪ হাজার ফুট (৪ হাজার ২৬৭ মিটার) উচ্চতায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে কিছু ভারতীয় সেনা সদস্য পা পিছলে খরস্রোতা গালওয়ান নদীতে পড়ে যায়। যেখানে শৈল প্রবাহের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে। ফলে তীব্র ঠাণ্ডায় আক্রান্ত হয়ে তারা মারা যায়।

১৯৯৬ সালে চীন ও ভারতের মধ্যকার এক চুক্তিমতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই কিলোমিটারের মধ্যে কোনো পক্ষই গোলাগুলি চালাবে না। অথবা কোনো কারণে কোনো রকম বিস্ফোরক ব্যবহার করবে না।

সীমান্ত নিয়ে ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে সংর্ঘের পরে ১৯৬৭ এবং ১৯৭৫ সালে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ৭৫ সালে অরুণাচলের গিরিপথে চীনের সেনাদের হাতে ৪ ভারতীয় সেনা নিহত হন। এরপরে চীন সীমান্তে গুলিতে কোনো ভারতীয় সেনা বা নাগরিক মারা যায়নি।

উল্লেখ্য, চীনের সঙ্গে ৩ হাজার ৪৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply