থমথমে লাদাখ সীমান্ত, সেনা বাড়াচ্ছে ভারত ও চীন

|

রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখ সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করলেও নতুন কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। তবে, ভারত ও চীন দুই দেশই সীমান্তে সেনা বাড়াচ্ছে। সতর্ক অবস্থায় থেকেই উত্তেজনা কমানোর পথে হাটছে প্রতিবেশী রাষ্ট্রগুলো।

আজও, নিয়ন্ত্রণরেখায় মেজর জেনারেল পর্যায়ের বৈঠক চলছে। গালওয়ান উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে চলছে দু’দেশের কথার লড়াই। সীমান্তের বিতর্কিত অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করেছে চীন। তবে সে দাবি প্রত্যাখ্যান করেছে ভারত।

১৫ জুন রাতে গালওয়ান উপত্যকাতেই সংঘাতে ভারতের ২০ সেনা নিহত হয়। এখনও হতাহতের কোনো তথ্য জানায়নি বেইজিং। এদিকে, সীমান্তে সেনা হত্যার বদলা নেয়ার দাবিতে বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply