ব্রুকস হত্যাকাণ্ড: অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

|

This screen grab taken from body camera video provided by the Atlanta Police Department shows Rayshard Brooks speaking with Officer Garrett Rolfe in the parking lot of a Wendy's restaurant, late Friday, June 12, 2020, in Atlanta. Rolfe has been fired following the fatal shooting of Brooks and a second officer has been placed on administrative duty. (Atlanta Police Department via AP)

যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ নাগরিক রেইশার্ড ব্রুকস হত্যাকাণ্ডে অভিযুক্ত হলেন পুলিশ কর্মকর্তা গ্যারেট রোলফের। বুধবার ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক্ট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গ্যারেট রোলফের বিরুদ্ধে বিনা অপরাধে হয়রানি, গুলি ছোঁড়া এবং হত্যাচেষ্টাসহ ১১টি অভিযোগ আনা হয়। সেসব প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে- এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

গেলো মাস থেকেই কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার পর গোটা যুক্তরাষ্ট্র বর্ণবাদ বিরোধী আন্দোলনে উত্তাল। এরমাঝেই বিক্ষোভকে উস্কে দেয় ব্রুকসকে বিনা অপরাধে গুলির ঘটনা। এ মামলায় ঘটনাস্থলে উপস্থিত অপর কর্মকর্তা ডেভিন ব্রনসনের শিগগিরই সাক্ষ্য গ্রহণ করা হবে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনে বক্তব্য রেখেছেন পুলিশী নির্যাতনে নিহত ফ্লয়েডের ভাই ফিলোনিস। ভিডিও বার্তায় যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণ থেকে অ্যাফ্রো-আমেরিকানদের রক্ষার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply