জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত

|

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হলো ভারত। বুধবার সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে আয়ারল্যান্ড, নরওয়ে ও মেক্সিকোও অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ভোটে অংশ নিলেও সদস্য নির্বাচিত হতে ব্যর্থ হয়েছে কানাডা।

সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৮৪টি দেশই ভোট দিয়েছে ভারতের পক্ষে। তবে একটি ভোটও ভারতের বিপক্ষে পড়েনি। ফলে ২০২১-২২ মেয়াদে নিরাপত্তা পরিষদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবে দেশটি। মেয়াদ শুরু হবে আগামী পয়লা জানুয়ারি।

প্রার্থিতার জন্য গেলো বছর জুনে চীন-পাকিস্তানসহ ৫৫ সদস্যের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ সর্বসম্মতভাবে নয়াদিল্লিকে মনোনয়ন দেয়। এর আগে, সাতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ভারত। সবশেষ ছিলো ২০১১-১২ সালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply