ফিলিস্তিনিদের তহবিলে আবারও ছুরি চালালো যুক্তরাষ্ট্র

|

A Palestinian man carries sacks of flour outside a United Nations food distribution center in Al-Shati refugee camp in Gaza City January 17, 2018. REUTERS/Mohammed Salem

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী, জাতিসংঘের ত্রাণ সংস্থা- UNRWA’র ত্রাণ সহায়তায় আরও সাড়ে চার কোটি ডলার কাটছাঁট করলো যুক্তরাষ্ট্র। খাদ্যের খরচ বাবদ চলতি মাসেই এ অর্থ দেয়ার কথা ছিল UNRWA-কে। এ নিয়ে সংস্থাটির জন্য বরাদ্দকৃত অর্থ মোট ১১ কোটি ডলার কমালো দেশটি।

বৃহস্পতিবার, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ের্ট জানান, পশ্চিম তীর ও গাজার বাসিন্দাদের জন্য জরুরি খাদ্য তহবিল হিসেবে এ অর্থবরাদ্দের কথা ছিল। গেল মাসেই এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোষাধ্যক্ষের দফতর থেকে অনুমোদন আসে। কিন্তু, এটি কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নোয়ের্ট। বলেন, সেসময় স্রেফ এ অনুদানের সম্ভাবনার কথা বলেছিল মার্কিন প্রশাসন। এসময়, শরণার্থীদের জন্য দাতব্য খাতে যুক্তরাষ্ট্রের অবদান অব্যাহত রাখতে নীতিমালা সংস্কারের ওপরেও জোর দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply