রেড জোনে অধস্তন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতায়

|

রেড জোনে বসবাসরত অধস্তন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোট থেকে আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপণে বলা হয়, ১৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ রেড জোনে বসবাসরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের জন্য সাধারণ ছুটি ঘোষণা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী অধস্তন আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন।

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়, ছুটি চলাকালে কোন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। রেড জোনসহ দেশের প্রতি জেলায় জুডিসিয়াল ও চিফ মেট্রোপলিটন আদালতে জরুরি মামলার জন্য এক বা একাধিক ম্যাজিস্ট্রেট কর্মরত থাকবেন। শিগগিরই এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ বলবৎ থাকবে।

টিবিজডে/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply