ত্রিপুরায় আটকে পড়া ২৪ বাংলাদেশি দেশে ফিরল

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ভারতের ত্রিপুরায় আটকে পড়া ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা।

করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়া এই বাংলাদেশিদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তবে আগতদের নাম-পরিচয় তাৎক্ষনিক ভাবে জানাতে পারেনি আখাউড়া স্থল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (এসআই) আব্দুল হামিদ বলেন, করোনার সংক্রমণ রোধে ভারতের বিভিন্ন এলাকায় লকডাউন চলায় আগত বাংলাদেশিরা ত্রিপুরার আগরতলায় আটকা পড়েছিলেন। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত কয়েকজন বিএসএফ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার কারণে ৭ জুন থেকে চেকপোস্টের কার্যক্রম বন্ধ রাখা হয়।

পরবর্তীতে শনিবার সকালে আবারও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের কার্যক্রম শুরু হলে ২৪ জন বাংলাদেশি দেশে ফেরেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply